একটি সার্জারি পাল্টে দিচ্ছে জীবন
রংপুরের পীরগঞ্জের বোরহান উদ্দিন (ছদ্মনাম) ৭ বছর ধরে হাইড্রোসিলে ভুগছিলেন। অণ্ডথলি ভারী হওয়ায় অক্ষম হয়ে পড়েছিলেন। সামাজিকভাবেও ছিলেন হেয় প্রতিপন্ন। কোথাও যেতে পারতেন না, কারও সামনে আসতে পারতেন না। এমনকি প্যান্টও পরতে পারতেন না। ‘এনশিওরিং হেলথ ইকুইটি অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন ফর ক্রনিক লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস পেশেন্টস থ্রু সার্জিক্যাল ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ও আইসিডিডিআরবি’র সহায়তায় হাইড্রোসিল অপারেশনের পর তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আর তার জীবনে এসেছে পরিবর্তন।
ফাইলেরিয়াসিস একটি পরজীবীঘটিত রোগ। এই রোগ কিউলেক্স মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়া এবং পরবর্তীতে ঘন ঘন জ্বর হওয়া—এই রোগের প্রধান উপসর্গ। যা আক্রান্ত ব্যক্তির দীর্ঘমেয়াদে বিভিন্ন মাত্রার অক্ষমতার কারণ হতে পারে। ফাইলেরিয়াসিসে আক্রান্ত পুরুষ রোগীর অণ্ডথলি ফুলে যেতে পারে, যা হাইড্রোসিল নামে পরিচিত।