You have reached your daily news limit

Please log in to continue


৭০ বছরেও এমন বাজে দিন দেখেনি বলিউড

অশোক কুমার অভিনীত ‘কিসমত’ বলিউডের প্রথম ব্লকব্লাস্টার ছবি। ১৯৪৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম ভারতীয় সিনেমা, যা বক্স অফিসে কোটি রুপি আয় করেছিল। বোম্বে টকিজের প্রযোজনায় বাঙালি পরিচালক জ্ঞান মুখোপাধ্যায়ের এ ছবির পর ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় বলিউডের জয়রথ দুর্বার গতিতে চলতে থাকে। বছরের পর বছর চলতে থাকা এ জয়রথ যেন থমকে গেছে বিগত দুই বছরে। একের পর এক ফ্লপ হচ্ছে হিন্দি ছবি-নির্মাতা, অভিনয়শিল্পী থেকে প্রযোজকদের ঘুম হারাম।

এমন বাজে সময় গত সাত দশকেও দেখেনি বলিউড। বড় বাজেট, ছবিতে একাধিক বড় তারকা, ব্যাপক প্রচারণা-কোনো টোটকাই কাজে লাগছে না। ব্যর্থতার মিছিলে নাম লিখিয়েছে ‘পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’, ‘এইট্টিথ্রি’, ‘রানওয়ে থার্টিফোর’, ‘জার্সি’, ‘বচ্চন পান্ডে’, ‘শামসেরা’, ‘ধাকড়’, ‘রক্ষাবন্ধন’, ‘বাধাই দো’, ‘ঝুন্ড’, ‘হিরোপান্তি ২’, ‘গেহরাইয়া’, ‘অ্যাটাক’সহ আরও অনেক ছবি।

অক্ষয় কুমার, অজয় দেবগন, শহীদ কাপুর, আমির খান, রণবীর কাপুর, রণবীর সিং, জন আব্রাহামের মতো বড় নামও ছবিগুলোকে ভরাডুবির হাত থেকে রক্ষা করতে পারেনি। একের পর এক ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় রুটিরুজিতে টান পড়ছে অভিনেতা, নির্মাতা থেকে শুরু করে বহু চলচ্চিত্রকর্মীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন