ভারতে দেয়ালধসে নয়জনের মৃত্যু
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌতে ভারী বৃষ্টির মধ্যে দেয়ালধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় দুজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশের যুগ্ম কমিশনার পীযূশ মোরদিয়া পিটিআইকে বলেছেন, ‘দিলখুশা এলাকায় সেনাবাহিনীর একটি এলাকার বাইরের দিকে কুঁড়েরঘরে কিছু শ্রমিক বসবাস করতেন। রাতে বৃষ্টিতে সেনাবাহিনীর এলাকার সীমানা দেয়ালটি ধসে পড়ে। ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসাবশেষ থেকে নয়টি মৃতদেহ বের করে আনা হয়।’
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাসে লখনৌর বেশ কয়েকটি এলাকায় অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। ভোররাতে দেওয়া এক ঘোষণায় স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেয়ালধসের পর উদ্ধারকারী দল সেখানে কেউ আটকে বা চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দেয়াল ধস
- দেয়াল ধসে মৃত্যু