‘এটা একজনের বীরত্বের গল্প নয়’

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১১

ইমন সেবারই প্রথম ‘বীরত্ব’ সিনেমার শুটিংয়ে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে যান। প্রথমে একটু অস্বস্তি লাগছিল। তবে একটু পরই সেটা কেটে যায়। বাসিন্দাদের কেউ দূর থেকে বলছিল, ওই দেখ নায়ক! কেউ বলছিল, আপনার ছবি তো দেখেছি। অনেকে ভিড় করছিল ছবি তোলার জন্য। সেখানে চার-পাঁচ দিন থাকার পর যৌনকর্মীদের অনেকেই পরিচিত হয়ে যান। এরপর শুরু হলো জমিয়ে আড্ডা, চেনাজানা বাড়লে যা হয় আর কি। এ আলাপ, সে আলাপে যৌনকর্মীরা নায়ককে শোনালেন তাঁদের জীবনের গল্পও। এই পেশায় থাকার কারণে তাঁদের পরিবার থেকেও যেন নেই। দৌলতদিয়া পতিতাপল্লির মেয়েদের দুঃখগাথা ছুঁয়ে যায় ইমনকেও; যা ‘বীরত্ব’র প্রতি তাঁর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। কারণ, ছবির গল্পও যৌনকর্মীদের বেঁচে থাকার লড়াই নিয়ে। সেই ছবি ‘বীরত্ব’ আজ মুক্তি পাচ্ছে দেশের ৩৪ প্রেক্ষাগৃহে।


সিনেমাটি নিয়ে ইমন বলেন, ‘ছবির একটা অংশ নারী পাচার নিয়ে, যেখানে পাচারের পর মেয়েদের পতিতাপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। শুটিং করতে গিয়ে সত্যিকারের যৌনকর্মীদের কাছ থেকে তাঁদের জীবনের গল্প শুনে, সিনেমাটি আমাকে আরও গভীরভাবে টেনেছে। মনে হয়েছে, এ সিনেমার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁদের জন্য কিছু একটা করতে পারছি।’ সিনেমায় ইমনকে দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও