কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাওয়ারলুমে তাঁত শিল্পে আশার আলো

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০

করোনার পর আবার কর্মমুখর হয়ে উঠেছে টাঙ্গাইলের তাঁতপল্লি। শাড়ি উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সংশ্লিষ্টরা এখন ব্যস্ত সময় পার করছেন। করোনাকালের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন তারা। কম সময় ও খরচে বেশি ডিজাইনের শাড়ি তৈরির চেষ্টা করছেন তাঁতশ্রমিকরা। এতে তারা হ্যান্ডলুমের পাশাপাশি পাওয়ারলুমে ঝুঁকছেন। কারণ এই পাওয়ারলুমে অল্প সময়ে বিভিন্ন ডিজাইনের শাড়ি বানানো সম্ভব, এতে খরচও অনেক কম হয়।  


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার প্রভাবে দীর্ঘদিন তাঁত বন্ধ থাকায় অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়েন। ফলে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে পড়েন চরম বিপাকে। বেঁচে থাকার তাগিদে এ পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দেয় অসংখ্য শ্রমিক। সংকটকাল পেরিয়ে ধীরে ধীরে তাঁত চালু শুরু করেছেন মালিকরা। শাড়ির চাহিদা পূরণ করতে পুরো তাঁতপল্লি এখন কর্মমুখর। দুর্গাপূজাকে কেন্দ্র করে টাঙ্গাইল শাড়িতে যোগ হয়েছে বাহারি রঙ আর নতুন সব কারুকাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও