রানির শেষকৃত্যে আমন্ত্রণ না পেয়ে চটেছে রাশিয়া
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ সপ্তাহখানেক আগে মারা গেছেন। এরপর রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বহু দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়।
তবে তিনটি দেশের সরকারপ্রধানকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমন্ত্রণ না পাওয়া ওই তিনটি দেশের মধ্যে রয়েছে রাশিয়াও। আর এতেই চটেছে মস্কো। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে আমন্ত্রণ না পাওয়াকে চরম অনৈতিক বলেও আখ্যায়িত করেছে দেশটি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।