You have reached your daily news limit

Please log in to continue


রাজধানী ছাড়তে চান না শিক্ষকরা

দীর্ঘদিন ধরে মফস্সলে চাকরি করছেন, এখন রাজধানীতে বদলি হয়ে আসতে চান এমন শিক্ষকের সংখ্যা কম নয়। কিন্তু ঢাকায় শিক্ষকরা এমনভাবে খুঁটি গেড়ে বসেছেন যে তাদের কোনোভাবেই সরানো যাচ্ছে না। ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন, তাদের সরানোরও কোনো উদ্যোগ নেয়নি শিক্ষা প্রশাসন। ফলে শিক্ষকদের এই চাকরি অন্যান্য সরকারি চাকরির মতো বদলিযোগ্য হলেও ঢাকায় থাকা স্কুলের শিক্ষকরা এক প্রতিষ্ঠানে থেকেই পুরোটা বয়স পার করছেন, অবসরে যাচ্ছেন।

শিক্ষা বিশেষজ্ঞ ও গবেষক মাছুম বিল্লাহ বলেন, ‘যুগ যুগ ধরে এভাবেই চলছে। স্বাধীনতার ৫০ বছর তো পার করলাম। কিন্তু আর কতকাল এসব অনিয়ম চলবে শিক্ষা প্রশাসনে, শিক্ষাব্যবস্থায়?’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে আছেন, তাদের বদলি শুরু করেছি। পর্যায়ক্রমে সবাই বদলি হবেন। সেটা নিশ্চয়ই দেখতে পারবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন