‘প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনে প্রযুক্তি বাড়াতে হবে’
উৎপাদন খাতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে হলে প্রযুক্তি যেমন বাড়াতে হবে তেমনি গুরুত্ব দিতে হবে দক্ষ মানবসম্পদে। এ খাতের সক্ষমতা অর্জনে ডিজিটাইলাইজেশন ও প্রযুক্তির উৎকর্ষতার কোনো বিকল্প নেই। চট্টগ্রামে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক গোলটেবিল বৈঠকে বিভিন্ন সেক্টরের উদ্যোক্তারা উল্লেখিত মত ব্যক্ত করেন।
২০ সেক্টরের ৩৫ উদ্যোক্তাদের নিয়ে এই বৈঠক হয়। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র উদ্যোগে হয় এই বৈঠক। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কলকাতাস্থ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও প্রাইজ ওয়াটার কুপারসের (পিডব্লিউসি) এডভাইজরি লিড অর্ণব বসু, সিনিয়র পার্টনার মামুন রশিদ। বৈঠকটি সঞ্চালনা করেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, আমাদের প্রতিযোগী দেশের সঙ্গে টিকে থাকতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতা যেমন বাড়াতে হবে তেমনি গুরুত্ব দিতে হবে দক্ষ মানবসম্পদে।