‘দুঃখকে স্বীকার করো না,-সর্বনাশ হয়ে যাবে।/দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো।/বাঁচার আনন্দে বাঁচো। বাঁচো, বাঁচো এবং বাঁচো।/জানি মাঝে-মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ,/তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে/চলে যেতে চায়, তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের/নখরাঘাতে ছিন্নভিন্ন হয়; যদি গলগল করে রক্ত ঝরে,/তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে।/তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখান করো।’ (দুঃখ করো না, বাঁচো—নির্মলেন্দু গুণ)
মানুষের জীবনে তো দুঃখ আসবেই। এমন দুঃখ আসে, মনে হয়, আর সামলাতে পারব না। কিন্তু 'সৃষ্টিকর্তা মানুষকে এমন বোঝা দেন না, যা সে বইতে পারবে না।' দুঃখ সামলে নিয়ে বাঁচার আনন্দে বাঁচতে হবে। প্রাণভরে বাঁচতে হবে।
- ট্যাগ:
- মতামত
- দুঃখ
- দুঃখের সময়
- দুঃখ প্রকাশ