সংকটকালে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথনকশা কী হতে পারে

কালের কণ্ঠ ড. আতিউর রহমান প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৪

নিঃসন্দেহে চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ ও বহিরর্থনীতির চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বাংলাদেশ সুনির্দিষ্ট ও সময়োচিত কৌশল নিয়ে এগোচ্ছে। করোনাকালেই বৈশ্বিক সরবরাহ চেইনে যে ভঙ্গুরতা তৈরি হয়েছিল, তার পরপরই অনাকাঙ্ক্ষিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তার তীব্রতা আরো কয়েক গুণ বেড়েছে। এ কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণ অর্থনীতি ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রধানত অভ্যন্তরীণ উৎসগুলো থেকে সরবরাহ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে।


এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি খাতের জন্য টেকসই সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে খাদ্যঘাটতি মোকাবেলা করার প্রচেষ্টায়। কারণ বরাবরের মতো করোনাকালেও আমরা দেখেছি যে কৃষিই আমাদের অর্থনীতির সবচেয়ে নির্ভরযোগ্য রক্ষাকবচ হিসেবে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও