You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপলের নতুন চমক অ্যাপল ওয়াচ আলট্রা

নতুন ‘অ্যাপল ওয়াচ আলট্রা’ দিয়ে স্পোর্টস ওয়াচের বাজারে শক্ত অবস্থান গড়ার চিন্তা করছে আইফোন নির্মাতা অ্যাপল। আলট্রা উন্মোচনের সময় ডিভাইসটিকে অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষের জন্য অত্যাবশ্যকীয় গ্যাজেট হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। ‘আলট্রা’ উপস্থাপনায় যেন মøান হয়ে গিয়েছিল অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং অ্যাপল ওয়াচ এসই।

‘অ্যাপল ওয়াচ আলট্রা’ নকশা করার সময় ডিভাইসটিকে যে যথেষ্ট টেকসই করে নির্মাণের ভাবনা গুরুত্ব পেয়েছে তার প্রমাণ দিচ্ছে এর ফিচারগুলো। ডিভাইসটির নির্মাণে ব্যবহার করা হয়েছে ৪৯ মিলিমিটারের টাইটেনিয়াম কেইস, একশ মিটার পানির নিচেও পুরোপুরি কার্যকর থাকবে ডিভাইসটি। গভীর সমুদ্রে ডুব দেন যে ডুবুরিরা, তাদের জন্য স্মার্টওয়াচটি ‘ডাইভ কম্পিউটার’ হিসেবে কাজ করবে বলে জানিয়েছে অ্যাপল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন