পুরনো মামলার পুলিশি কৌশল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেড় বছরের কম সময়ে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কিত সংবাদ সম্মেলনেও এ রকম আভাস দেওয়া হয়েছে। ২০২৩-এর ডিসেম্বর মাসের শেষে বা ২০২৪-এর জানুয়ারি মাসে সংসদ নির্বাচন হতে পারে।
ইভিএম প্রভৃতি ইস্যুতে রাজনৈতিক অঙ্গন কিছুটা উত্তপ্ত। বিএনপি আন্দোলন জমিয়ে তুলতে মরিয়া। দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। আবার বিএনপির যেকোনো বিশৃঙ্খল উদ্যোগ ঠেকাতে, তাদের প্রতিরোধ করতে আওয়ামী লীগ মাঠে নেমেছে। দেশের প্রধান দুটি দল মুখোমুখি অবস্থান নিয়েছে কোনো কোনো এলাকায়। তাদের মধ্যে সংঘর্ষও হয়েছে বিভিন্ন স্থানে।
কোনো কোনো জেলায় নতুন করে মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো মামলা সক্রিয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের হাইকমান্ড পুলিশকে এই বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে বলে একটি সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।