বিদেশী চিপ কোম্পানিতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে হোয়াইট হাউজ

বণিক বার্তা প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৩

বিদেশী চিপ কোম্পানিগুলোয় বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ বিনিয়োগ বাইডেন সরকারের জন্য বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এ খাতে বিনিয়োগ বাড়ছে তাই গোটা বিষয়টিই একটি আইনের আওতায় আনতে চায় সরকার। হোয়াইট হাউজের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।


ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা পিটার হ্যারেল বলেন, চিপ উৎপাদনে মার্কিন বিনিয়োগ বাড়ছে। এজন্য বিপুল পরিমাণ প্রণোদনাও দেয়া হচ্ছে। এ খাতের নিয়ন্ত্রণে নতুন আইনও করা হচ্ছে, যার মাধ্যমে চীন থেকে বিশেষায়িত চিপ ও চিপ উৎপাদনের যন্ত্রপাতি আমদানির পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু এ বিনিয়োগ যেন দেশের নিরাপত্তাকে বিঘ্নিত না করে সেদিকেও বিনিয়োগকারীদের দৃষ্টি দেয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও