'শীর্ষ অভিনেত্রী, জনপ্রিয় তারকা- এই শব্দগুলো নিয়ে ভাবি না'
'উপস্থাপনার কথা জানতে চান? উমম...করব, যে আয়োজন একেবারে ভিন্ন ধরনের মনে হবে।' মডেলিং? 'এটা নিয়মিতই চলছে। কারণ মডেল হিসেবে কাজ করাও আমার কাছে অভিনয়ের মতোই একটা আনন্দের।' গান গাওয়া কি একই রকম আনন্দের? 'হুম.. কী বলব? হা-হা-হা, ভালো লাগে, নইলে তো গাইতাম না।'
তাহলে নুসরাত ফারিয়ার কোন পরিচয় তুলে ধরলে বেশি ভালো লাগবে- উপস্থাপক, কণ্ঠশিল্পী, মডেল নাকি অভিনেত্রী? 'অবশ্যই অভিনেত্রী। অভিনয় আমি ভীষণ, ভীষণ, ভীষণ ভালোবাসি। তাই যা কিছুই করি না কেন, অভিনয় বাদ দিয়ে নয়। বরং অভিনয়ের বাইরে যদি হাতে সময় থাকে তাহলে অন্য কিছু নিয়ে ভাবতে বসি।'
নুসরাত ফারিয়ার এ কথায় বোঝা গেল, অভিনয় এখন তাঁর ধ্যান-জ্ঞান। খেয়াল করলে এটাও দেখি, উপস্থাপনা ও মডেলিং তাঁকে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিলেও অভিনয়কেই এখন প্রাধান্য দিচ্ছেন তিনি। একের পর এক ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি জয় করে চলেছেন দর্শক-হৃদয়। এখন কথা হলো, যে অভিনয়ের তাঁর নেশায় পরিণত হয়েছে, সেই অভিনয় জগতে তিনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান? সেটা জানতে চাইলে ফারিয়া বলেন, 'একজন পরিণত শিল্পী হয়ে উঠতে যা কিছু করা দরকার তা করব, যাতে করে দর্শক অভিনয়শিল্পী হিসেবেই আমাকে মনে রাখেন। শীর্ষ অভিনেত্রী, জনপ্রিয় তারকা- এই শব্দগুলো নিয়ে একদমই ভাবি না। প্রতিযোগিতাও কারও সঙ্গে নয়, নিজের সঙ্গে করে যেতে চাই। এই প্রতিযোগিতা, এক চরিত্র থেকে আরেক চরিত্র দর্শকের কাছে আরও বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলার।'
শুধু নুসরাত ফারিয়া নন, অনেকের মুখেই আমরা শুনেছি, প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুনরূপে পর্দায় তুলে ধরার চেষ্টা করেন তাঁরা। এও বলেছেন, জনপ্রিয়তার জোয়ারে গা ভাসাতে চান না, তারকাখ্যাতির মোহও তাঁদের নেই। কিন্তু তাঁদের অনেকের কথার সঙ্গে কাজের মিল খুব একটা খুঁজে পাওয়া যায়নি। এদিক থেকে ফারিয়া একটু ব্যতিক্রম এ কারণে যে, তিনি দর্শক-চাহিদাকে প্রাধান্য দিয়ে গল্প, চরিত্র নির্বাচন করেন। আবার এটাও যাচাই করে নেন, তা কতটা সময়োপযোগী।