![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Sep/1663240267_new-project-2022-09-15t164028-398.jpg)
উদ্দাম যৌনতায় কিডনির পাথর সহজে দেহের বাইরে বেরিয়ে যায়? কী বলছে নয়া গবেষণা?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৫
কিডনির একটি বড় সমস্যা ‘রেনাল ক্যালকুলি’। সহজ ভাষায় একেই কিডনির পাথর বলে। পাথর বড় হয়ে গেলে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে অস্ত্রোপচার করা ছাড়া উপায় থাকে না। কিন্তু পাথর যদি খুব ছোট হয় তবে চিকিৎসকরা পরামর্শ দেন প্রচুর পরিমাণ জল পান করতে।
যাতে মূত্রের মধ্যে দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায় সেই পাথর। তবে এ বার এক দল চিকিৎসক দাবি করলেন, এই ধরনের ক্ষুদ্রাকৃতি পাথর বার করার আরও একটি উপায় আছে— যৌনতা!