কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কখন গলগন্ড বা থাইরয়েড

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৯

সার্জারির দরকার হয়


মানবদেহে ঘাড় বা গলার সামনে নিচের দিকে প্রজাপতি আকৃতির গ্লান্ড বা গ্রন্থির নামই থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সাধন করার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাভাবিক অবস্থায় গলার শ্বাসনালির সামনে থাকা থাইরয়েড গ্লান্ডটি খালি চোখে দেখা যায় না। যখন থাইরয়েড গ্লান্ড ফুলে যায়, তখন গলার সামনে মাঝ বরাবর ঢোক গেলার সঙ্গে গ্লান্ডটিকে ওপর-নিচ ওঠানামা করতে দেখা যায়।


থাইরয়েড গ্রন্থি আকারে বৃদ্ধি পেয়ে গলার অগ্রভাগে ফোলা দেখা গেলে একে গলগন্ড বলে। এর কারণগুলোর মধ্যে অন্যতম হলো আয়োডিনের অভাব, গ্রেভস ডিজিজ থাইরয়েডের সংক্রমণ এবং থাইরয়েডের টিউমার ইত্যাদি। তবে গলগ- থাকার মানেই এই নয় যে থাইরয়েড গ্রন্থি খারাপ বা এটি অপারেশন করে কেটে ফেলতে হবে। অনেকেই গলা ফোলা থাকলেই ক্যানসার বা টিউমারের ভয় করেন; সব গলগ-ই খারাপ নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও