You have reached your daily news limit

Please log in to continue


সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। রোববার অনুষ্ঠিত নির্বাচনে দেশটির রক্ষণশীল দলগুলোর জোট এগিয়ে আছে ক্ষমতাসীনদের তুলনায়। তাই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার আগেই সরকারপ্রধানের পদ থেকে সরে যাবার ঘোষণা এলো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। খবর বিবিসি।     

বুধবার পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। মডারেট পার্টি, ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের নিয়ে গঠিত জোট ১৭৬টি আসনে জয়ী হয়েছে। বিপরীতে মাগডালেনা এন্ডারসনের দল জয়ী হয়েছে ১৭৩টি আসনে। পরাজয় মেনে নিয়ে বুধবার রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, সংসদে তারা একটি বা দুটি আসনে এগিয়ে থাকবে। কিন্তু ব্যবধান কম হলেও সংখ্যাগরিষ্ঠ তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন