'অপারেশন সুন্দরবন' দিয়ে ফিরে এল হাতে আঁকা পোস্টার
বাংলা সিনেমার গোড়াপত্তন থেকে দর্শক আকর্ষণে ব্যবহার করা হত হাতে আঁকা পোস্টার ও ব্যানার। কালের বিবর্তনে হারিয়ে যায় থাকে হাতে আঁকা পোস্টারের শিল্পীরা। রঙ তুলিতে পোস্টারে হারিয়ে যাওয়া সেই ঐহিত্য ফিরিয়ে আনছে মুক্তির অপেক্ষায় থাকা 'অপারেশন সুন্দরবন' সিনেমা সংশ্লিষ্টরা। তারা বলছেন, সোনালী যুগে যাদের হাতের তুলির স্পর্শে পোস্টার আঁকা হতো, সেই সকল শিল্পশৈলী ব্যক্তিদের খুঁজে বের করা হয়েছে।
তাদের হাতে তৈরি হচ্ছে 'অপারেশন সুন্দরবন' সিনেমার নতুন পোস্টার। সিনেমারটির পরিচালক দীপঙ্কর দীপন মনে করেন, এসব শিল্পীরা ঐতিহ্যের অংশ। তিনি বলেন, তাদের হাতে আঁকা পোস্টার বিভিন্ন লোকো মোটিভ বহন করে। কালের বিতর্তনে অনেক কিছুর পাশাপাশি এই ঐহিত্যও হারিয়ে যেতে বসেছে। কিন্তু পোস্টারের ঐহিত্যকে ফিরিয়ে আনতে না পারলেও তাদের আমরা স্মরণ করতে চাই। আগামীর সিনেমাগুলোতে যদি একটি করে পোস্টারও তাদের মাধ্যমে তৈরি করা হয় তাহলে এই মানুষগুলো সারাজীবন যে কাজটি করে এসেছে সেটা এই সময়ে করতে পারলেও গর্বিত হবে।
উদাহরণ টেনে 'ঢাকা অ্যাটাক'খ্যাত পরিচালক বলেন, জাপানে এখনো টুরিস্টদের জন্য নো এবং কাবুকি থিয়েটারে হাইলি পেইড সম্মানীতে সরকারী পৃষ্ঠপোষকতায় ঐহিত্য ধরে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এটা জাপানে যাওয়া টুরিস্টদের জন্য অন্যতম আকর্ষণ এবং ঐহিত্যকে সংরক্ষণ করা হচ্ছে।