কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

বণিক বার্তা প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৭

সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায়। যা গতবছরের চেয়ে ২ লাখ ২১ হাজার কম।


অন্যান্যবার ৩ ঘণ্টা হলেও এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। সংশোধিত সিলেবাসে ২০ মিনিটের এমসিকিউ থাকবে।


গত ১৯ জুন থেকে এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও সিলেট বিভাগসহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে বানভাসি মানুষদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।


প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) ও এপ্রিলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়। কিন্তু এ বছর করোনার কারণে এ দুটি পরীক্ষা পিছিয়েছে। গত বছর এসএসসি পরীক্ষা নেয়া গেলেও এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেয় সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও