রক্তে কতটা ইউরিক অ্যাসিড বাড়লে গাঁটে গাঁটে অসহ্য যন্ত্রণা হয়? উত্তর দিলেন চিকিৎসক

eisamay.com প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৯

ইউরিক অ্যাসিড হল একটি গুরুতর অসুখ। এই অসুখ থাকলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তবে দেখা গিয়েছে যে এই রোগ হলে অনেক ক্ষেত্রেই মানুষ পাত্তা দেন না। সেক্ষেত্রে সমস্যা বহুগুণ বাড়তে পারে। তাই প্রতিটি মানুষকে ইউরিক অ্যাসিডের হাই লেভেল।


এই প্রসঙ্গে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: জ্যোতির্ময় পাল বলেন, ইউরিক অ্যাসিড প্রতিটি মানুষের শরীরেই রয়েছে। এবার পিউরিন  ভেঙে তৈরি হয়ে যায় ইউরিক অ্যাসিড। তবে অনেকের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এই পরিস্থিতির নাম হল হাইপারইউরেসেমিয়াসম্পর্কে জানতে হবে।


দেখা গিয়েছে যে ইউরিক অ্যাসিড অনেক সময় বেড়ে তা গাউটের (Gout) আকার নেয়। খুব ব্যথা হয়। এমনকী জায়গাটা ফুলে যেতে পারে। পায়ের বুড়ো আঙুলে মূলত সমস্যা হয়। এছাড়া হাঁটু, গোড়ালিতেও জমতে পারে এই অ্যাসিড। এটাই Uric Acid Symptoms. তবে অনেক সময়ই ইউরিক অ্যাসিড বাড়ার পরও শরীরে কোনও লক্ষণ থাকে না। এই সমস্যার নাম হল অ্যাসিম্পটোমেটিক হাইপারইউরেসিমেয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও