৪৫০ কোটি টাকার প্রকল্পে তিনটি একাডেমি খুঁজছে বাফুফে

জাগো নিউজ ২৪ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬

দেশের ফুটবলের পুনর্জাগরণসহ শক্তিশালী জাতীয় দল গঠনের লক্ষ্যে বছরব্যাপী নানা প্রতিযোগিতা আয়োজন, প্রশিক্ষণ ও ফুটবল ফেডারেশনের কাঠামো শক্ত করতে সরকারের কাছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৪৫০ কোটি টাকা চেয়ে যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে তার অন্যতম অবকাঠামো হবে তিনটি আধুনিক একাডেমি। যার একটি একাডেমি হবে নারী ফুটবলের জন্য, দুটি পুরুষ ফুটবলের। তিনটি একাডেমির জন্য যুৎসই জায়গা খুঁজতে নেমে পড়েছে ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনটি পৃথক শক্তিশালী কমিটি ইতিমধ্যে তিনটি স্থান পরিদর্শন করেছে।


এ তিনটি ভেন্যু হলো জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল হাকিম স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম। এ তিনটি স্টেডিয়ামের মধ্যে পরিদর্শনকারী কমিটির কাছে নারীদের একাডেমির জন্য পছন্দ করেছে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামকে। আগামীকাল বৃহস্পতিবার আরেকটি কমিটি পরিদর্শন করবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। গোপালগঞ্জ, মাগুরা ও জামালপুরের মধ্যে যে কোন দুটি স্টেডিয়াম বাছাই করা হতে পারে ছেলেদের একাডেমির জন্য। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও