ভারতে পিক্সেল ফোন উৎপাদন করবে গুগল
আইফোন উৎপাদন শুরুর পর এবার ভারতে গুগলের পিক্সেল ফোনও উৎপাদন শুরু হচ্ছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।
চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চাপা উত্তেজনা এবং চীনের নাজুক কভিড পরিস্থিতির ফলে অ্যাপলের পর গুগলও তাদের পিক্সেল ফোন ভারতে উৎপাদন করার কথা ভাবছে। গুগলের পিক্সেল ফোন নির্মাতা অ্যালফাবেট এ ব্যাপারে তাত্ক্ষণিক কোনো মন্তব্য না করলেও রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতাদের কাছ থেকে বার্ষিক ৫-১০ লাখ পিক্সেল ফোন তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে, যা ডিভাইসটির আনুমানিক বার্ষিক উৎপাদনের ১০-২০ শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই চলতি বছরের শুরুতে ভারতে ফোন উৎপাদনের একটি পরিকল্পনার কথা জানালেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ভারতে গুগলের পিক্সেল ফোন উৎপাদন শুরু হলেও চীন থেকেই কাঁচামাল আমদানি করতে হবে।