কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১০ ঘণ্টা বন্ধ ছিল রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

যুগান্তর প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫

রাজশাহীর সরদহ রেলস্টেশনের কাছে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে।



তবে লাইনচ্যুত বগিটি সরাতে সকাল ১০টা বেজে যায়। বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার রাত ১১টায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়।


পশ্চিমাঞ্চল রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ৯টায় রাজশাহী ছেড়ে যায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্টেশনের উদ্দেশে। রাত ৯টা ২০ মিনিটে সরদহ স্টেশনে প্রবেশের পথে এক নম্বর লাইনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে ওই বগিটি রেখেই ট্রেনটি বাংলাবান্ধার উদ্দেশ্যে চলে যায়। এদিকে ট্রেনের বগিটি উদ্ধার শুরু হওয়ার ৯ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ট্রেন চলাচল শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও