গাইবান্ধায় উপ-নির্বাচন: ৯ প্রার্থীর মনোনয়ন জমা

জাগো নিউজ ২৪ গাইবান্ধা প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫২

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।


মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তাদের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।


মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- মো. মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র), এইচ এম এরশাদ (স্বতন্ত্র), শাহ মো. আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), মো. শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র)।


প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও