বিপ্লবী ধারার ফরাসী নিউ ওয়েভ চলচ্চিত্রের অগ্রদূত, চলচ্চিত্র পরিচালক জঁ লুক গদার মারা গেছেন বলে জানিয়েছে ফরাসী গণমাধ্যম।
৯১ বছর বয়সে মঙ্গলবার তার মৃত্যু হয় বলে এ চলচ্চিত্র পরিচালকের ঘনিষ্ঠদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদপত্র লিবারেশন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া এ পরিচালক ‘ব্রেথলেস’ ও ‘কনটেমপটের’ মতো ক্লাসিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন; তার চলচ্চিত্র টানা কয়েক দশক ধরে নবীন পরিচালকদের উৎসাহ যুগিয়ে আসছে।
You have reached your daily news limit
Please log in to continue
কিংবদন্তি ফরাসী চলচ্চিত্র পরিচালক জঁ লুক গদারের মৃত্যু
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন