মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

জাগো নিউজ ২৪ গঙ্গাচড়া প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৪

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার (৫০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দিয়েছেন বিচারক। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


মামলা ও আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিশুর মা ও বাবা গঙ্গাচড়া উপজেলার আনুর বাজারে তাদের নিজস্ব চায়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। মেয়েটির মা দিনের বেলা দোকানে থাকার সুযোগে তিন মাস ধরে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন বাবা। ২০১৭ সালের ১১ মার্চ মেয়েটির মা দোকানে থাকার সুযোগে বেলা ১১টার দিকে তাকে আবারো ধর্ষণ করেন তার বাবা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও