You have reached your daily news limit

Please log in to continue


৩১ বিয়ের বিবাহবিচ্ছেদ ৩০! গিনেস বুকেও নাম লেখান এ পাদ্রি

কারো সঙ্গে ঘর করেছেন ১৯ দিন, কারো সঙ্গে টানা ১১ বছর। বিশ্বে সবচেয়ে বেশি বার বিয়ে করে গিনেস বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছেন গ্লিন উলফ। গ্লিন ছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং ব্লাইদ এলাকার একটি গির্জার পাদ্রি ছিলেন। তবে পেশাগত কারণে নয়, তিনি অন্য কারণে নজির গড়েছিলেন। বারবার বিয়ে করেছেন, আবার বিবাহবিচ্ছেদও হয়েছে বারবার।

নয় নয় করে মোট ৩১টি বিয়ে করেছিলেন গ্লিন। ৩১ জন নারীর মধ্যে তিনজন এমনও ছিলেন যাদের তিনি আগেও বিয়ে করে ডিভোর্স দিয়েছিলেন। গ্লিনের পাঁচ স্ত্রী অসুস্থতার কারণে মারা যান। ১৯২৬ সালে মার্সি ম্যাকডোনাল্ড নামের এক নারীকে বিয়ে করেছিলেন গ্লিন। বিয়ের এক বছর পর মার্সি মারা যাওয়ায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। ক্রিস্টিন কামাচো তার ২৮তম স্ত্রী ছিলেন। তার সঙ্গে দীর্ঘ সময়ের জন্যে সংসার করেছিলেন গ্লিন। ক্রিস্টিন ও গ্লিনের বয়সের ব্যবধান ছিল ৩৭ বছর। ১১ বছর একসঙ্গে থাকার পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে গ্লেনের বিচ্ছেদের কারণগুলোও অন্যরকম। বিয়ের পর গ্লিনের টুথব্রাশ ব্যবহার করেন তার এক স্ত্রী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন