কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পড়তে এসে মরতে হয় কেন?

জাগো নিউজ ২৪ হারুন রশীদ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০০

স্কুল শেষে আলী হোসেনের আর বাড়ি ফেরা হলো না। চিরদিনের জন্য সে চলে গেলো ঘুমের বাড়ি। অথচ স্বজনরা অপেক্ষায়। সন্তান কখন ফিরবে বাড়ি। এই অপেক্ষা যে আর কখনোই শেষ হবে না সেটা তাদের কে বলবে? এরকম অপেক্ষায় কত স্বজন প্রিয়জন থাকেন তার কোনো ইয়ত্তা নেই। বরং দিন দিন যেন অপেক্ষার পাহাড় আরও বড় হচ্ছে। একের পর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছেই। আর সেটিই এখন মহাদুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে।


রাজধানীতে আবারও ঝরলো শিক্ষার্থীর প্রাণ। ঘাতক মাইক্রোবাস কেড়ে নিল আলী হোসেন নামে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে। ১২ সেপ্টেম্বর সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় ওই শিক্ষার্থী। শোকে মুহ্যমান সহপাঠীরা এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। কিন্তু এতে কি আর বন্ধুকে ফিরে পাওয়া যাবে? বরং কিছুদিন পর পর ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। সড়ক দুর্ঘটনায় একটি বড় অংশ মারা যায় শিক্ষার্থীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও