ঢাকাই ওয়েব সিরিজের উত্থান

প্রথম আলো প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০

বছর পাঁচেক আগে ফেসবুকে ‘সিরিয়ালখোর’ নামের গ্রুপে কেবল আলোচনা হতো বিদেশি বিভিন্ন টিভি ও ওয়েব সিরিজ নিয়ে। কেউ লিখতেন ব্রেকিং ব্যাড নিয়ে, কেউবা বলতেন গেম অব থ্রোনস নিয়ে। কেউ কেউ সন্ধান দিতেন অ–ইংরেজিভাষী ইউরোপিয়ান বিভিন্ন থ্রিলার সিরিজের।


নেটফ্লিক্সের সেক্রেড গেমস দিয়ে ভারতীয় ওয়েব সিরিজ জনপ্রিয় হয়, মহামারির সময় তো বলা যায় দেশটির বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলোর রীতিমতো উত্থানই হয়েছে। আগে বাংলাদেশি ওয়েব সিরিজ হতো না, শুরুর দিকে যা–ও হতো, সেগুলো নিয়েও তেমন আলোচনা হতো না। কিন্তু গত দুই বছরের বদলে গেছে দৃশ্যপট। বিদেশি সিরিজের পাঁড় ভক্তরাও এখন মজেছেন দেশি সিরিজের জাদুতে। এখন ফেসবুকের বিভিন্ন গ্রুপে ঢুঁ মারলেই দেখা যায়, বাংলাদেশি সিরিজ নিয়ে আলোচনা। কাটাছেঁড়া, অভিনেতা, দৃশ্য ধরে ধরে বিশ্লেষণ; কেউ লিখছেন ‘ক্লিফ হ্যাঙ্গার’ রেখে শেষ হওয়া সিরিজের পরের কিস্তিতে কী হতে পারে সে সম্পর্কে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও