ভারতের আছেন অদিতি, বাংলাদেশের রুপনা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১
দুজনের মধ্যে মিল আছে বেশ। গোলরক্ষক হিসেবে উচ্চতা তুলনামূলক কম দুজনের, মাত্র ৫ ফুট! তবে এই উচ্চতা দিয়ে দুজনই দুর্দান্তভাবে সামলে যাচ্ছেন নিজেদের গোলপোস্ট। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা ২০১৬ সাল থেকে খেলছেন জাতীয় দলে। আর ভারতের গোলরক্ষক অদিতি চৌহান খেলছেন ২০১১ সাল থেকে।
এবারের মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে দুজনেরই অবস্থা প্রায় একই রকম। বেশির ভাগ সময় দেখা গেছে ডি–বক্সের ওপরে উঠে দাঁড়িয়ে থাকেন দুজনই। কালেভদ্রে সতীর্থ ডিফেন্ডারদের কাছ থেকে ব্যাক পাস পেলে নিয়ন্ত্রণে নিয়ে আবার দেখেশুনে পাস দেন। গোল খাওয়া তো দূরে থাক, এই দুই ম্যাচে সেভাবে কোনো পরীক্ষার মুখেই পড়তে হয়নি কাউকেই।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- পেশাদার ফুটবলার
- ফুটবলার
- রুপনা চাকমা