বলিউডের দুর্দিনে তিন দিনে কত আয় করল ‘ব্রহ্মাস্ত্র’

প্রথম আলো প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫

বলিউড সিনেমার জন্য চলতি বছরটা ভীষণ হতাশার। গত আট মাসে মুক্তি পাওয়া বেশির ভাগ হিন্দি সিনেমাই একের পর এক মুখ থুবড়ে পড়েছে। কোনোভাবেই যেন শনির দশা কাটিয়ে উঠতে পারছিল না। বক্স অফিসে এমন দুর্দিন বলিউডকে অনেক দিন দেখতে হয়নি। বলিউডের দাপট ছাপিয়ে জায়গা করে নিচ্ছে কন্নড়, তেলেগু, তামিল, মালয়ালম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো। এর মধ্যেই যেন জ্বলে উঠল রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটির তিন দিনের আয় সে আভাসই দেয়।


যদি প্রথম দিনের আয়ের কথা বলা হয়, সেখানে এগিয়ে ছিল ‘কেজিএফ চ্যাপ্টার টু’। এক শ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রথম দিনেই সারা বিশ্ব থেকে আয় করে ১৫৯ কোটি টাকা। কন্নর সিনেমাটি ইতিমধ্যে এক হাজার কোটি রুপি আয় করে অলটাইম ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে। আবার তেলেগু ইন্ডাস্ট্রির ‘আরআরআর’-এর প্রথম দিনের আয়ও ছিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি—২২৩ কোটি রুপি। তামিল ভাষার ‘বিক্রম’ও প্রথম দিনে ৬২ কোটি রুপি আয় করে। চলতি বছর প্রথম দিনের আয়ের হিসাব করলে সেখানে বলিউড সিনেমার নাম রাখাই দায়। ২০২২ সালে কোনো হিন্দি সিনেমা ৫০ কোটি আয়ের মুখ দেখিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও