দূরের যাত্রীদের কারপুলিং সেবা দেবে জিগগ্যাগ কার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৫
দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য দেশে প্রথম অ্যাপভিত্তিক কারপুলিং সেবা নিয়ে এলো জিগগ্যাগ কার। এ প্ল্যাটফর্মের মাধ্যমে একই রুটে কাছাকাছি গন্তব্যের কয়েকজন যাত্রী মিলে একটি গাড়ি শেয়ার করতে পারবেন।
গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে একই রুটে চালক ও যাত্রীদের যুক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপটি । গাড়িটি প্রতি যাত্রীকে তুলে নেবে তার অবস্থান থেকে ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- শেয়ারিং প্ল্যাটফর্ম