কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চোখের স্নায়ুর জটিল রোগ

চোখের বিভিন্ন অংশের সঙ্গে সংযুক্ত সমস্যাকে বলা হয়ে থাকে চক্ষুরোগ। এসব সমস্যার মধ্যে উল্লেখযোগ্য রোগ হলো- চোখের শুষ্কতা, কনজাংটিভাইটিস, গ্লুকোমা, ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনার ক্ষয়, ছানি, দৃষ্টিশক্তির দুর্বলতা, ট্যারা চোখ, অলস চোখ, দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ইত্যাদি। এ ছাড়াও হতে পারে চোখের স্নায়ুজনিত রোগ। এর মধ্যে মারাত্মক এক জটিল রোগের নাম ক্র্যানিয়াল নার্ভ পালসি (cranial nerve palsy), যেখানে এক বা একাধিক ক্র্যানিয়াল নার্ভ সংযুক্ত থাকে। ১২ জোড়া ক্র্যানিয়াল নার্ভ সরাসরি মস্তিষ্ক থেকে ফোরমেনস নামক মাথার খুলির ছিদ্রের মাধ্যমে মুখের বিভিন্ন অংশে সংযুক্ত থাকে। ক্র্যানিয়াল নার্ভের সাহায্যে চোখ, ঠোঁট থেকে শুরু করে মুখের মাংসপেশির সব ধরনের নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই নার্ভের মাংসপেশি অবশ হয়ে গেলে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ক্র্যানিয়াল নার্ভ পালসি দেখা দেয়। ফলে মাংসপেশিতে হঠাৎ করে খিঁচুনিসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়।

রোগের কারণ : এ রোগে আক্রান্ত হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন- মুখ ও মাথায় প্রচণ্ড আঘাত থেকে নার্ভ বা স্নায়ু সরাসরি ক্ষতিগ্রস্ত হলে এ রোগ হতে পারে। কোনো ধরনের অপারেশনের সময় অসাবধানতাবশত চিকিৎসক যে কোনো একটি নার্ভ কেটে ফেললেও এ সমস্যা দেখা দিতে পারে। মাল্টি স্কোরোসিসও অনেক সময় নার্ভ ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ কখনো কখনো এ রোগের জন্য দায়ী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন