![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252F820fc857-5e93-45c6-8da2-5ca5055960a2%252FUntitled_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
জ্বরের সঙ্গে ত্বকে র্যাশ থাকলে করণীয়
ঋতু পরিবর্তনের এই সময়ে অনেকেরই জ্বর হচ্ছে। জ্বরের সঙ্গে সর্দি-কাশি, শ্বাসকষ্ট, শরীরব্যথা, খাবারে অরুচিসহ নানা ধরনের উপসর্গ হতে পারে। তবে কিছু সংক্রামক রোগে জ্বরের সঙ্গে শরীরে র্যাশ বা লাল দানাও দেখা দিতে পারে।
র্যাশ বিভিন্ন রকম হতে পারে। যেমন লালচে ছোপ, দানাদার বা ফুসকুড়ি। জ্বরের ধরন, অন্যান্য উপসর্গ ও র্যাশের প্রকৃতি বিশ্লেষণ করে রোগ সঠিকভাবে শনাক্ত করা সম্ভব। জ্বরের সঙ্গে র্যাশ দেখা দেওয়ার সময় ও স্থান রোগ অনুযায়ী ভিন্ন হয়।
ডেঙ্গু
বর্ষার মৌসুমে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ে। এতে তীব্র জ্বরের সঙ্গে মাথা, চোখের পেছনে ও শরীরে ব্যথা থাকে। সঙ্গে চামড়ায় ছোট ছোট লালচে র্যাশ বা দানা দেখা দিতে পারে।
হাম
শিশুদের হাম বেশি হয়। তবে যেকোনো বয়সের মানুষের এটি হতে পারে। তবে হাম সাধারণত একবার হলে পুনরায় হওয়ার আশঙ্কা থাকে না। সর্দি-কাশি, চোখের লালচে ভাব ইত্যাদি উপসর্গের সঙ্গে জ্বরের তিন থেকে চার দিন পর ছোট ছোট লালচে দানা ওঠে, যা মুখ-গলা থেকে শুরু করে শরীরে ছড়িয়ে পড়ে।
জলবসন্ত
ভেরিশেলা জোস্টার নামের ভাইরাসের কারণে চিকেন পক্স বা জলবসন্ত হয়। যেকোনো বয়সের মানুষের এটা হতে পারে। এতে জ্বর, মাথা ও শরীরে ব্যথা শুরু হওয়ার এক থেকে দুই দিন পর ব্রণের মতো ফুসকুড়ি বা দানা দেখা যায়, সঙ্গে চুলকানি থাকে। সাধারণত চার-পাঁচ দিনের মধ্যে ফুসকুড়িগুলো শুকিয়ে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- করণীয়
- মৌসুমী জ্বর