রানীর বিপুল সম্পদের কী হবে

সমকাল ব্রিটেন প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৪

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সব সময়ের। তাঁর মৃত্যুর আগেও রানী এবং রাজপরিবারের সম্পদ ও সম্পত্তির পরিমাণ নিয়ে নানারকম কথা প্রচলিত ছিল। তাঁর মৃত্যুর পর বেশ ভালোভাবেই সেই আলোচনা ডালপালা গজিয়েছে। আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফরচুন রানীর মৃত্যুর পর তাঁর সম্পত্তির পরিমাণ হিসাব করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেটিতে বলা হয়েছে, রানীর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার কোটি টাকা)। ৭০ বছরের বেশি সময় ধরে সিংহাসনে থাকার সময়ে এই পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন তিনি। তাঁর মৃত্যুর পর ছেলে প্রিন্স চার্লস রাজার আসনে বসার সঙ্গে সঙ্গেই বিপুল এ সম্পত্তির মালিক হয়ে যাবেন। এ ছাড়া ব্রিটিশ রাজপরিবারের রয়েছে ২৮ বিলিয়ন ডলার মূল্যমানের পারিবারিক ব্যবসা, যাকে রয়্যাল ফার্ম বলা হয়।



রানী এলিজাবেথ বিনিয়োগ, শিল্প সংগ্রহ, গহনা ও রিয়েল এস্টেট থেকে এ বিপুল পরিমাণ সম্পদ আয় করেছেন। এ ছাড়া মায়ের কাছ থেকে পাওয়া ৭০ মিলিয়ন ডলার মূল্যের পারিবারিক সম্পত্তিও রয়েছে এর মধ্যে। সম্পত্তি ছাড়াও ছিল দামি পেইন্টিং, গহনা, স্ট্যাম্প সংগ্রহ, ঘোড়া ইত্যাদি। এ ছাড়া প্রতিবছর রাষ্ট্রীয় করদাতাদের তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ পেতেন তিনি। এই অর্থ তাঁকে সার্বভৌম অনুদান আকারে দিয়ে থাকে ব্রিটিশ সরকার। ২০২১-২২ সালে রানীর জন্য সার্বভৌম অনুদানের পরিমাণ ছিল ৮৬ মিলিয়ন পাউন্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও