তিনদিন পর পুঁজিবাজারে দরপতন
সূচক ওঠানামার মধ্যদিয়ে প্রথম আড়াই ঘণ্টা লেনদেন হলেও শেষ দুই ঘণ্টা লেনদেন হয়েছে শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে। এ কারণে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।
এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম। এর ফলে গত সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন উত্থানের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।
প্রকৌশল, বস্ত্র, ব্যাংক-বিমা এবং আর্থিক খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দরপতন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ওষুধ খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একইভাবে ব্যাংক-বিমাসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে। তাতেই পুঁজিবাজারে দরপতন হয়েছে।