বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: এনামুল হক শামীম

জাগো নিউজ ২৪ ভেদরগঞ্জ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৫

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।


তিনি বলেন, বিএনপির ভাবনা হচ্ছে কীভাবে ক্ষমতায় যাবে। তারা ভোট হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা নির্বাচন প্রতিহত করতে চায়।


রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের কাচিকাটা ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা, ঢেউটিন ও চেক বিতরণকালে উপমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, বিএনপি ২০০৮ সালে নির্বাচনে হেরেছে। ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করতে চেয়েছে। তারা আগুন সন্ত্রাস করেছে। বাস, ট্রাক, ট্রেন ও মানুষ পুড়িয়েছে। ২০১৮ সালে তারেক জিয়া বিদেশে থেকে মনোনয়ন বাণিজ্য করেছে। এরপর ভোট এলে কেন্ডিডেট মাঠে নামে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও