বন্যার্তদের জন্য শিরোপা জিততে চায় পাকিস্তান

প্রথম আলো প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪

পাকিস্তানে চলছে ভয়াবহ বন্যা। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল ডুবে আছে বন্যার পানিতে। মানবিক বিপর্যয় আর অবকাঠামোর ক্ষয়ক্ষতি মিলিয়ে পাকিস্তান এখন কঠিন সময় পার করছে।


এমন সময়ে আজ দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে দেশে থাকা বানভাসি মানুষদের স্মরণ করছে বাবর আজম-শাদাব খানদের দল।


সহ-অধিনায়ক শাদাব বলেছেন, বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে এশিয়া কাপ জিততে চান তাঁরা।
পাকিস্তান দল ফাইনালে জায়গা করে সুপার ফোর পর্বে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে। এর মধ্যে আফগানিস্তানকে ১ উইকেটে হারানোর ম্যাচটিতে ম্যাচসেরা ছিলেন শাদাব।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় ডানহাতি এ অলরাউন্ডার বলেন, ‘নজিরবিহীন আবহাওয়া পরিস্থিতির জেরে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। জলবায়ুসৃষ্ট এই বিপর্যয়ের সময় আমরা প্রিয় মাতৃভূমি থেকে দূরে, যা আরও বেদনাদায়ক। বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য টুর্নামেন্টটি আমরা জিততে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও