কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশু দেরিতে কথা বললে যা করবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৮

১৮ মাসের কম বয়সী শিশুদের মধ্যে দেরিতে কথা বলার লক্ষণ সব সময় স্পষ্ট হয় না। এক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলে তারা আরও সময় অপেক্ষা করতে বলতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের সঙ্গে ঠিক হয়ে যায়। তবে যদি মনে হয় যে আপনার সন্তান কথা বলতে যথেষ্ট দেরি করছে তবে উপেক্ষা না করাই ভালো। 


শিশুর দেরিতে কথা বলার বিষয়টি যদি আগেই বুঝতে পারেন তবে তাকে সাহায্য করা আপনার জন্য সহজ হবে। শিশুর বয়স যখন প্রায় দুই বছর হয় তখন তারা ছোট ছোট শব্দ, অঙ্গভঙ্গি এবং এক বা দুই-শব্দের প্রশ্ন বলতে শুরু করে। এর মাধ্যমে তারা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। 


২ বছর বয়সী শিশুর যা যা করতে সক্ষম হওয়া উচিত


এই সময়ে শিশু তার চাহিদা জানাতে সহজ বাক্যাংশ ব্যবহার করে। এই বাক্যাংশগুলোর বেশিরভাগই ‘আরো দুধ’, ‘কলা দাও’ ইত্যাদির মতো অনুরোধ হিসাবে আসে। তারা ‘বাইরে যাও?’, ‘বাবা যাবে?’ এর মতো প্রশ্ন জিজ্ঞাসা করতে এক বা দুটি শব্দ ব্যবহার করতে সক্ষম হতে পারে।


* ২ বছর বয়সী শিশুর প্রতিদিন প্রায় ৫০ বা তার বেশি শব্দ ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত।


* তারা সহজ নির্দেশাবলী, আদেশ অনুসরণ করতে পারে এবং প্রশ্ন বুঝতে পারে।


* পিতামাতা এবং পরিবারের সবাই কী বলে তা বুঝতে সক্ষম হওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে