নিউজিল্যান্ডে তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি: মৃত্যু ৫

জাগো নিউজ ২৪ নিউজিল্যান্ড প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৭

নিউজিল্যান্ডে তিমি মাছের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, যখন নৌকাটি উল্টে যায় তখন সেটিতে ১১ জন ছিলেন।


জরুরি পরিষেবাকর্মীরা পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। জানা গেছে, মারাত্মক এ দুর্ঘটনাটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের শহর কাইকোরার কাছে ঘটেছে। সেখানের মেয়র ক্রেগ ম্যাকল নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার সময় ১১ জন নৌকায় ছিলেন ও ছয়জন নিরাপদে তীরে পৌঁছাতে পারেন। ম্যাকল বলেন, ডুবে যাওয়ার সময় সাগরের পানি শান্ত ছিল। ধারণা করা হচ্ছে তিমিটি নৌকার নিচ থেকে উঠেছিল। তাতেই নৌকাটি উল্টে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও