রানি এলিজাবেথকে যেমন দেখেছি
ব্রিটেন তথা কমনওয়েলথভুক্ত ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জীবনের ৭০ বছরই তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। তার বর্ণাঢ্য জীবনের অনেক কিছুই আজ বিশ্বময় প্রকাশিত হচ্ছে। লেখাটি রানিকে নিয়ে আমার স্মৃতিচারণ।
ছোটবেলায় একটি ছড়া শুনেছি-Pussy cat, pussy cat, Where have you been, I have been to London, To see the Queen. এই ছড়া জানার পর শিক্ষা ও ভ্রমণ উপলক্ষ্যে বহুবার লন্ডনে গিয়েছি। তবে ২০১৩ সালের লন্ডন ভ্রমণ নানা কারণে গুরুত্ব বহন করে এবং স্মরণীয় হয়ে থাকবে।
না, আমি সেবার রানিকে দেখতে যাইনি, গিয়েছি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের শতবর্ষ পূর্তি সম্মেলনে, তবে সৌভাগ্যক্রমে মহামান্য রানির সঙ্গেও সাক্ষাৎ হয়েছে।