স্ট্রোক ও হার্ট অ্যাটাক রোধ এবং ফিজিওথেরাপি
স্ট্রোক ও হার্ট অ্যাটাক এখন আর বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নেই, কম বয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। বিশ্বে এই দুটিই মৃত্যুর প্রধান কারণ। স্ট্রোকের আগে বাহু দুর্বলতা, মুখ ঝুলে যাওয়া ও কথা বলার অসুবিধা দেখা দেয় আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকে অস্বস্তি ও ব্যথা, শরীরের ওপরের অংশে ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডাতেও ঘাম, বমি বমি ভাব ও মাথা ঘোরাসহ বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। হৃদরোগ ও স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণগুলো হলো উচ্চ রক্তচাপ, উচ্চ নিম্ন-ঘনত্বের লাইপোপ্রোটিন (এলডিএল) কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান ও পরোক্ষ ধূমপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক নিষ্ক্রিয়তা।
কেন হয়?
স্ট্রোক ও হার্ট অ্যাটাক এর লক্ষণ বা প্রাথমিক উপসর্গ দেখা যায় না। ফলে আক্রান্ত রোগীকে সঠিক সময়ে চিকিৎসা না দেওয়া হলে মৃত্যু ঘটতে পারে। অনেক ক্ষেত্রে সুস্থ মানুষরা এ দুটি রোগের লক্ষণ অবহেলা করেন কিংবা সাধারণ ভেবে এড়িয়ে যান। রোগীকে আর পরবর্তী সময়ে বাঁচানো যায় না।