কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে রাহুলের নতুন মন্তব্য

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:১০

দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার বিষয় নিয়ে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলছে। তবে দলটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে রাহুল গান্ধী দলীয় প্রধান হবেন কিনা তা নিয়ে এখনো খোলাস করে কিছুই বলছেন না রাহুল নিজে কিংবা তাঁর দল কংগ্রেস।



ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় সময় আজ শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, রাহুল গান্ধী দলীয় প্রধান হিসেবে নিজের নির্বাচিত হওয়ার বিষয়টি উড়িয়ে দেননি। বরং তিনি এমন মন্তব্য করেছেন যার ফলে মনে হতে পারে, দলীয় প্রধান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে বাদ দিলে সমীকরণ নাও মিলতে পারে। 



আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র দলীয় পুনরুজ্জীবনের লক্ষ্যে ভারতব্যাপী কর্মসূচি চালাচ্ছে কংগ্রেস। কর্মসূচি চলাকালে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘আমি কংগ্রেসের প্রেসিডেন্ট হব কি হব না তা নির্বাচনের পরই বোঝা যাবে। আমার কী করতে হবে সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বিষয়ে কোনো দ্বিধা নেই।’ তবে রাহুল এই বিষয়ে আর কোনো তথ্য দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও