কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাজারে মাহিন্দ্রার প্রথম ই-কার

গাড়ির জগতে প্রতিষ্ঠিত এক নাম মাহিন্দ্রা। বাজেটের মধ্যে ভালো একটি গাড়ি কেনার জন্য সবার পছন্দের তালিকায় শীর্ষেই থাকে ভারতের এই প্রতিষ্ঠানটি। এবার তারা প্রতিষ্ঠানের প্রথম ইলেকট্রিক গাড়ি নিয়ে হাজির হলো। এ সপ্তাহেই বাজারে এসেছে দীর্ঘ প্রতীক্ষিত মাহিন্দ্রার এক্সইউভি ৪০০ ই-কার। ভারতে এতদিন টাটার ই-কার দাপিয়ে বেরিয়েছে। এবার টাটার ই-কারকে টেক্কা দিতেই বাজারে এলো মাহিন্দ্রার এক্সইউভি ৪০০ ই-কার। যদিও ২০২০ সালের অটো এক্সপো-তে গাড়িটির এক ঝলক দেখিয়েছিল মাহিন্দ্রা। তবে ফাইনাল প্রোডাকশনে ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকখানিই আপগ্রেড করা হয়েছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাহিন্দ্রার বৈদ্যুতিক গাড়িটি এক্সইউভি ৩০০ সাব-কম্যাক্ট এসইউভির ইলেকট্রিক ভার্সন বলেই মনে করা হচ্ছে। তবে গাড়িটি লম্বায় আগেরটার চেয়ে ৪ মিটারের বেশি। ৪২০০ মিলিমিটার এই গাড়ির দৈর্ঘ্য। এছাড়াও গাড়ির চওড়া ১৮২১ মিলিমিটার এবং ২৬০০ মিলিমিটারের একটি হুইলবেস রয়েছে এক্সইউভি ৪০০ মডেলে। বুট স্পেসের আয়তন ৪১৮ লিটার। টিজারে দেখা যাচ্ছে, গাড়িতে থাকছে সলিড গ্রিল এবং টুইন-পিকে পরিষ্কারভাবে লোগোটি দৃশ্যমান। ইভিটি প্রোজেক্টর হেডলাইট ইউনিট এবং এল-শেপের ডিআরএল পেতে চলেছে গাড়িটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন