কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাটের উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি দাম

ডেইলি স্টার লালমনিরহাট সদর প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২১

পাটচাষি খয়বর আলী (৫২) হতাশ ও নির্বাক। উৎপাদিত পাট হাটে বিক্রি করতে এসে তার মাথায় হাত। আশা করেছিলেন গত বছরের তুলনায় এ বছর বেশি দামে পাট বিক্রি করতে পারবেন। কিন্তু, বিধি বাম।


গত বছরের তুলনায় খয়বর আলীকে কম দামে পাট বিক্রি করতে হয়েছে। গত বছর তিনি প্রতি মণ পাট বিক্রি করেছিলেন ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ৩০০ টাকা দরে। এ বছর পাট বিক্রি করতে হয়েছে ২ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৯০০ টাকা মণ দরে।


লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী গ্রামের কৃষক খয়বর আলী পাটচাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তার মতো অন্য পাটচাষিরাও হতাশ।


খয়বর আলী দ্য ডেইলি স্টারকে জানান, এবার ৩ বিঘা জমিতে পাটচাষ করে ফলন পেয়েছেন ১৭ মণ। খরচ হয়েছে ৪৬ হাজার টাকা। গত বছর ৩ বিঘা জমি থেকে পাট পেয়েছিলেন ১৯ মণ আর খরচ হয়েছিল ৪০ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও