You have reached your daily news limit

Please log in to continue


হে করুণাময়, ডলার-পাচারকারীদের দিলে একটু রহম দাও

হে পরম করুণাময়, হে সবকিছুর নিয়ন্তা, তোমার অসীম করুণা। তোমার দয়া আর দাক্ষিণ্যেই তো আমরা বেঁচে আছি। টিকে আছি। বাংলাদেশ এখনো মহেঞ্জোদারোর মতো পরিত্যক্ত হয়নি, ঢাকা এখনো পানাম নগরের মতো নির্জন ধ্বংসস্তূপ হয়ে পড়েনি।

আমাদের পূর্বপুরুষদের পুণ্যকর্ম, ময়-মুরুব্বির দোয়া, কৃষক-শ্রমিক সাধারণ নিষ্কলুষ মানুষদের অহোরাত্র নিষ্পাপ হাড়ভাঙা পরিশ্রমের কারণেই হয়তো, আর হয়তো বা নিষ্পাপ শিশুদের মুখের দিকে চেয়ে, আমাদের দেশকে তুমি সব সময় করুণা দান করে এসেছ। ঘনঘোর কোভিড অমানিশাকালে যখন নিউইয়র্কের বাড়িতে বাড়িতে লাশ পড়েছিল, উদ্ধারকর্মীরা কূলকিনারা পাচ্ছিল না; স্পেন ইতালির জনপদগুলোয় যখন নেমে এসেছিল গোরস্থানের নীরবতা আর বিভীষিকা, তখনো এই দেশের মানুষ লড়ে গেছে, টিকে গেছে, এবং মঙ্গলময় সৃষ্টিকর্তা, তোমাকে ধন্যবাদ, এই লড়াইয়ে বাংলাদেশের মানুষ জয়লাভ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন