![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F09%2F08%2F300379967_2925737164238201_1707228150405567279_n-00d33e62b30803c1f0163004c234aa1e.jpg%3Fjadewits_media_id%3D811320)
৩৫ দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলিনি: ফারিয়া
টানা ৩৫ দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলেননি নুসরাত ফারিয়া! না, অবাধ্য হয়ে সিনেমা করার জন্য নয় কিংবা পরিবারের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে না বসার অপরাধে নয়।
ঘটনাটি ঘটেছে মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ ছবির কারণে।
র্যাব কো অপারেটিভ সোসাইটি প্রযোজিত আর দীপংকর দীপন পরিচালিত এই সিনেমার মুক্তি ও পোস্টার উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমনটাই জানালেন নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নুসরাত ফারিয়া ছবিটি প্রসঙ্গে বলতে হিয়ে অনেকটাই আবেগতাড়িত হন। বলেন, ‘‘আজ আমি অনেক ইমোশনাল। যে কোনও সময় কেঁদে ফেলতে পারি। প্রায় তিন বছর পর (‘শাহেনশাহ’ ২০১৯) আমি আবারও নতুন ছবি মুক্তির খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেক বছর পর একসঙ্গে এতো ক্যামেরা-সাংবাদিক দেখতে পারছি। সবচেয়ে বড় কথা, এত বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ছবিটির শুরু থেকে এ পর্যন্ত র্যাব যে পরিমাণ অ্যাফোর্ট দিচ্ছে, সেটা অবিশ্বাস্য।’’