সাবান শ্যাম্পু টুথপেস্টের দাম খতিয়ে দেখা হবে
সুগন্ধি সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার ও টুথপেস্টের মতো অতি প্রয়োজনীয় গৃহস্থালি পণ্যগুলোর দাম বাড়ানোর যৌক্তিকতা খতিয়ে দেখবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ জন্য সংস্থাটি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনকে সঙ্গে নিয়ে একটি কমিটি গঠন করবে। কমিটি এসব পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কারখানা পরিদর্শন, কাঁচামালের আমদানি ব্যয়, উৎপাদন ব্যয় এবং উৎপাদিত পণ্যের বর্তমান বাজারমূল্য যাচাই করবে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন পণ্যের চড়া মূল্যে ভোক্তারা কষ্টে আছে। এমন কঠিন সময়ে সাবান-শ্যাম্পু, পেস্ট জাতীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে এসব পণ্যের কাঁচামালের দাম কমছে। তবুও বেশি মুনাফা করতে চায় স্বনামধন্য কোম্পানিগুলো। তিনি বলেন, দাম বাড়াতে হলে তার পক্ষে যৌক্তিক কারণ দেখাতে হবে। এ জন্য কোম্পানিগুলোর কারখানা পরিদর্শন করা হবে। কত দামে কাঁচামাল আমদানি হচ্ছে, কোন পণ্য উৎপাদনে কত খরচ হচ্ছে, সেগুলো বাজারে কী দামে বিক্রি হচ্ছে- তা বিস্তারিত যাচাই করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।