বজ্রাঘাতে ছেলের মৃত্যু, বাবাসহ আহত ২

বাংলা ট্রিবিউন বগুড়া জেলা প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১

বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির মধ্যে জমিতে নিড়ানির কাজ করার সময় বজ্রাঘাতে হোসেন আলী প্রামাণিক (৩২) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার বাবাসহ দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।


পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, হোসেন আলী প্রামাণিক বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামের ইরফান আলীর (৬০) ছেলে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি হচ্ছিল। সে সময় হোসেন, ইরফান ও প্রতিবেশী কৃষি শ্রমিক ইয়াসিন আলী (৫০) বাড়ির পাশের ধানের জমিতে নিড়ানির কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে হোসেন ঘটনাস্থলেই মারা যান। তার বাবা ইরফান ও শ্রমিক ইয়াসিন জ্ঞান হারিয়ে ফেলেন।



আশেকপুর ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম খান জানান, আশপাশের লোকজন হতাহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসায় ইরফান আলীর জ্ঞান ফেরে। ইয়াসিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও