কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেনজীর আহমেদের আমেরিকা সফর

দেশ রূপান্তর মনজুরুল ইসলাম সুমন প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৯

বিশ্বশক্তির সমন্বয় এবং জাতীয় ও জাতিসংঘের পুলিশিংকে অধিকতর সক্রিয় করার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদার করতে গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি সম্মেলন হয়ে গেল। তৃতীয় ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিট (ইউএনকপস ২০২২) শিরোনামের ওই সম্মেলনে জাতিসংঘের সদস্য দেশগুলোর মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশ সংস্থার সিনিয়র প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ৯০টিরও বেশি দেশের মন্ত্রী ও পুলিশ নির্বাহীদের সঙ্গে এতে যোগ দেন।


জঙ্গিবাদ, নিরাপত্তা হুমকি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতির জন্য বাংলাদেশের জনগণ অবশ্যই গর্বিত। দক্ষ, মৃদুভাষী, বিনয়ী এবং সাহসী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইকনিক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ সফলভাবে ইউএনকপ ২০২২ সম্মেলনে সারা বিশ্বের পুলিশ নির্বাহীদের প্ল্যাটফর্মের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নীতিগত সিদ্ধান্তের বিষয়টি পুনরাবৃত্তি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও